উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কার্যক্রম ও সার্ভিস চার্টারঃ
১। কেবিনেট ডিভিশনের স্থানীয় প্রতিধি হিসেবে সরকারের সিদ্ধামত্মসমূহ বাস্থবায়ন ও সরকাররের আশু ব্যবস্থা গ্রহণে প্রয়োজন হলে তা সরকারকে অবহিত করা।
২। হাট বাজার জলমহালসহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পত্তির হিসাব সংরক্ষন ও ব্যবস্থাপনা।
৩। সরকার প্রদত্ত বিভিন্ন ভাতা অনুদান ও সাহায্যের জন্য উপকার ভোগীর তালিকা বাছাই।
৪। তথ্য ইউনিট হিসেবে জনগণের তথ্য অধিকার বাসত্মবায়ন করা।
৫। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন জরুরী প্রয়োজনে উদ্ধার নিরাপত্তা বিধানসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
৬। নিয়মিত মাসিক সভা ও বিশেষ সভা অনুষ্ঠানের মাধ্যমে সেবার মান নিরূপন ও পরবর্তী কর্মসূচী নির্ধারণ।
৭। কর্মকর্তা/কর্মচারীবৃন্দের সংস্থাপন সংক্রামত্ম যাবতীয় নথি, রেজিষ্টার, ক্যাশ বহি, বিলভাউচার রক্ষণাবেক্ষণ।
৮। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সচিব ও গ্রাম পুলিশ সংস্থাপন সংক্রান্ত যাবতীয় ফাইলপত্র রেজিস্টার, ক্যাশ বহি রক্ষণাবেক্ষণ।
৯। পরিষদের সম্পত্তির হিসাব সংরক্ষণ।
১০। শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিদর্শন ও উৎসাহ প্রদান।
১১। স্থানীয় ক্লাব ও সংগঠনসমূহকে উৎসাহ প্রদানের মাধ্যমে জনসেবার মানসিকতা সৃষ্টি।
১২। ভূমি ও রাজস্ব ব্যবস্থাপনা।
১৩। মুক্তিযোদ্ধাগণের সম্মাননা প্রদান সংবর্ধনা ও কল্যাণ সাধনমূলক কার্যক্রম।
১৪। এনজিও কার্যক্রমের সমন্বয়।
১৫। ভূমি প্রশাসন ও সংস্থাপন সংক্রান্ত ফলাফল।
১৬। সার বীজ ও কৃষি সরঞ্জামাদি ব্যবস্থাপনা।
১৭। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রম।
১৮। ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন ও সংশোধন নির্বাচন তদারকি।
১৯। আইন শৃঙ্খলা পর্যালোচনা ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ।
২০। সামাজিক অপরাধ বিষয় অভিযোগ গ্রহণ এবং শুনানী ও অপরাধ রোধে মোটিভেশন।
২১। ত্রাণ ও পূর্ণবাসন কার্যক্রমের সমন্বয় ও তদারকি।
২২। সরকারী ও স্থানীয় তবিলের মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড বাসত্মবায়ন ও নির্দেশনা প্রদান।
২২। সরকারী মামলাসমূহের সত্য বিবরণী তৈরী।
২৩। ইউনিয়ন পরিষদ সমূহ ও পরিদর্শনের মাধ্যমে পরামর্শ প্রদানের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS