Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
খরচার হাওর
স্থান

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায়

কিভাবে যাওয়া যায়

সুনামগঞ্জ জেলা হতে সুরমা নদী পার হয়ে লেগুনা অথবা মোটর সাইকেলে খরচার হাওয়র নামক স্থানে আসা যায়।

যোগাযোগ

0

বিস্তারিত

হাওর বিধৌত উপজেলা হচ্ছে বিশবম্ভরপুর। মোট ০৫ ইউনিয়ন পরিষদ নিয়ে বিশবম্ভরপুর উপজেলা গঠিত। হাওর অঞ্চল বলে অনেক কিছু যেমন নেই, আবার অনেক কিছু আছেও, যা অনেকের নেই। আধুনিক নগর না হলেও নাগরিক সুবিধা ও জীবন যাত্রার মান পূর্বের যে কোন সময়ের চেয়ে ভালো। বিদ্যুৎ, টেলিফোন-মোবাইল, হাসপাতাল, শিÿা ইত্যাদি এলাকার আর্থ-সামাজিক অবস্থার উন্নতি ঘটিয়েছে এবং এই অবস্থা থেকে আর পিছিয়ে যাবার সুযোগ নেই।  তবে সুরমা সেতু করা গেলে বিশবম্ভরপুরউপজেলার জনগনের জীবন-যাত্রার মানের ব্যাপক উন্নয়ন সাধিত হবে। আমাদের এই উপজেলায় কি কি আছে তার একটি চিত্র এই অধ্যায়ে উলেস্নখ করার চেষ্টা করা হয়েছে। বিশবম্ভরপুর উপজেলার বিদ্যমান অবকাঠামো, প্রতিষ্ঠান ও সরকারী বিভিন্ন বিভাগের উপজেলার খাতভিত্তিক তথ্যে এই অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে। উপজেলায় কর্মরত বিভিন্ন বেসরকারী সংগঠনের কার্যক্রমও এখানে আলোচনা করা হয়েছে। সারণীতে প্রদত্ত তথ্যাবলী নাগরিকদের উপজেলা পরিষদে সরকারের হসত্মামত্মরিত ও অহসত্মামত্মরিত বিভাগের বিভিন্ন কার্যক্রম ও সেবা সম্পর্কে জানতে সহায়তা করবে। কর্ম পরিকল্পনা করতে গিয়ে এই সকল তথ্য হালনাগাদ রাখার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করেছি। পরিবর্তীতে এই সকল তথ্য পরিকল্পনা প্রস্ত্তত প্রক্রিয়াকে আরো ফলপ্রসূ করবে ও বেগবান করবে।