শিরোনাম
নারী-পুরুষের সম-অংশীদারীত্বের মাধ্যমে ক্ষুধা ও দারিদ্রমুক্ত, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে নারী-ক্ষমতায়নের বিকল্প নেই। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে হাওরাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে নারী-শিক্ষার প্রসারে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ১৮ মে, ২০১৮ খ্রি. তারিখে বিশ্বম্ভরপুর উপজেলার 'পলাশ উচ্চ বিদ্যালয়' এবং 'কাটাখালী উচ্চ বিদ্যালয়' এর মোট ৪৬ জন ছাত্রীর মধ্যে বাই-সাইকেল বিতরণ করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল বিতরণ করেন সুনামগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: সাবিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার জনাব সমীর বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মো: হারুনুর রশীদ, ভাইস-চেয়ারম্যান জনাব সুলেমান তালুকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব আয়েশা আক্তার। উপজেলা মাধ্যমিক অফিসার জনাব সারোয়ার আলম এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ফারজানা আক্তার ববি, জনাব আব্দুল কাইয়ুম, চেয়ারম্যান, পলাশ ইউপি, জনাব রনজিত চৌধুরী রাজন, চেয়ারম্যান, ফতেপুর ইউপি, জনাব এরশাদ মিয়া, চেয়ারম্যান, দক্ষিণ বাদাঘাট ইউপি প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় উপস্থিত ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সর্বস্তরে উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।