বিশ্বম্ভরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিÿার মান উন্নয়নে মত বিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীতে প্রধান অথিতি ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার, সাজ্জাদুল হাসান। বুধবার (১৭ সেপ্টম্বর) বিভাগীয় কমিশনার বিশ্বম্ভরপুর এলে উপজেলা প্রশাসনের পÿ থেকে স্বাগত জানিয়ে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুলস্নাহ আল মাহমুদের সভাপতিত্বে শিÿা মান উন্নয়নে প্রধান অথিতিতির বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হারম্ননূর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, মোঃ তফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিÿা কর্মকর্তা মোঃ ছরম্নয়ার আলমের সঞ্চালনে আরো বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সহিদুর রহমান, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজের অধ্যÿ বাবু বিমলাংশ রায়, মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিÿক মোঃ সাজ্জাদুর রহমান সাজু, ধনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিÿক ও মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আপ্তাব উদ্দিন, প্রাথমিক শিÿক সমিতির সভাপতি মোঃ সাইদুর রহমান, প্রাথমিক শিÿÿকা নাহারম্নন সুলতানা প্রমুখ। তাছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান, সুলেমান তালুকদার, মহিলা ভাইসচেয়ারম্যান আয়শা আক্তার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার, সিলেট শিÿার মান উন্নয়নের লÿÿ দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন সকল শিÿককে ভালভাবে পাঠদানে জানতে হবে এবং সঠিক শিÿা দিয়ে এদেশের শিÿাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি শিÿা প্রতিষ্ঠান এবং শিÿার মান উন্নয়নে কয়েকটি দিক নির্দেশনা ও পরামর্শ দেন। আলোচনা সভার পর মেধাবী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরষ্কার বাবদ নগদ অর্থ ও শিÿাপ্রতিষ্ঠানে অনুদানের টাকা বিতরণ করেন। উক্ত মত বিনিময় সভায় উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকসহ সকল শিÿা প্রতিষ্ঠানের শিÿক শিÿÿকা, অভিবাবক বৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধিসহ সর্বস্থরের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। এরপর প্রধান অতিথি ও জেলা প্রশাসকসহ খরচার হাওরে মাছের পোনা আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন। মধ্যহ্ন ভোজের পর বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয পরিদর্শন করেন। তিনি বিভিন্ন শ্রেণীকÿÿ ছাত্র/ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রশ্নসহ খোলামেলা আলোচনা করেন এবং বিদ্যালয়ের শিÿক শিÿÿকাকে নিয়ে মত বিনিময় করেন। পরে তিনি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে মত বিনিময় করেন। এ ছাড়াও প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস